
শওকত আলম,
টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রাম পানিতে প্লাবিত হয়ে পড়েছে। ডুবে গেছে ঘরবাড়ি ও কৃষিজমি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই চরম দুর্যোগে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।
এই পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টেকনাফের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ‘নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠন’। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পানিবন্দি বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল:
চিঁড়া, গুড়, বিস্কুট, পানির বোতল, মোমবাতি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
এই ত্রাণ কার্যক্রমে সংগঠনের শূরা পরিষদ, নির্বাহী পরিষদ ও অন্যান্য সাংগঠনিক ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। স্থানীয় জনগণ এই মানবিক সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠন ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
টেকনাফের সচেতন মহল মনে করছেন, এই দুরবস্থা কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।