প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৬:২৬ পি.এম
টেকনাফে দিনদুপুরে দোকানে হামলা ও লুট, সাংবাদিক শাকেরের ভাই আহত

কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার হোটেল দ্বীপ প্লাজার পূর্ব পাশে অবস্থিত ‘আল-মদিনা অটো পার্টস’ দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক শাকের বিন ফয়েজের ছোট ভাই আনোয়ার আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ- দোকানে ঢুকে কয়েকজন ব্যক্তি আনোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোকানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
পরিবারের দাবি, জালিয়াপাড়ার মুক্তারের ছেলে বাদল ও আব্দুর রহিমের ছেলে দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ হামলা ও লুটপাট চালিয়েছে। ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করেছে।
টেকনাফ মডেল থানার পুলিশ জানায়, 'ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আমরা তদন্ত করছি'।
এদিকে দিনের বেলায় বাজার এলাকায় এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২