প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৭:১১ এ.এম
টানা ৮ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু।।
কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
কোরবানি ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে হিলি স্থলবন্দ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্য আমাদানি পুনরায় শুরু হয়েছে।
বন্দরকতৃপক্ষ জানিয়েছেন, আমদানি রফতানি পুনরায় চালু হওয়ায় শ্রমিকরা বন্দরে আসতে শুরু করেছে। এতে বন্দর এলাকা আবারও কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত বন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়। একারণে স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি বন্ধ ছিলো। আজ সকাল থেকে আবারো দু”দেশের মধ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২