মো:রুবেল মিয়া
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল মির্জাপুরে রাস্তার তৈরী জায়গা নিয়ে বিরোধের জের ধরে রিয়াজ হোসেন -৫২- নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রুবেল মিয়ার বিরুদ্ধে। রোববার -২৯ সেপ্টেম্বর- সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে ওই ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোশারফ হোসেন জানান, সকালে আজগানা গ্রামের রিয়াজের কাছে রাস্তা বড় করার জন্য জমি ছেড়ে দিতে বলেন ভাতিজা রুবেল। চাচা রিয়াজ জমি ছাড়তে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাতিজা রুবেল চাচাকে পিটিয়ে আহত করে।
পরে আহত রিয়াজকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮