
মাকসুদুল হোসেন তুষার,
টকিও এশিয়া এডুকেশনের উদ্যোগে স্পট এডমিশন এন্ড ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। গতকাল রবিবার ২৪ আগস্ট ২৫ ইং যাত্রাবাড়ী দিল মোহাম্মদ সুপারমার্কেট নিজকার্যালয় এ সেমিনারের আয়োজন করেন। উক্ত সেমিনারে টকিও এশিয়া এডুকেশন এর পরিচালক নাঈম হাসানের উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান এস টি জি ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছাছাকী সাতোশী। বিশেষ অতিথি ছিলেন জাপান এসটিজি ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যক্ষ মোরি এরিকা। উক্ত সেমিনারে প্রধান আলোচক বলেন জাপানে কেন যাবেন জাপানে গেলে পড়ালেখার পাশাপাশি চাকরি সুনিশ্চিত করুন শিক্ষার মান উন্নয়ন সু নিশ্চিতকরণ জাপানের সিটিজেনশিপ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। জাপানের ভিসার আবেদন করলে ছয় থেকে সাত মাসের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যায় বলে এই অধ্যক্ষ মনে করেন তিনি আরো বলেন বাংলাদেশ থেকে প্রতিবছরই জাপানে লোক যাচ্ছে জাপানি ভাষা ভালো করে শিখে গেলে সেখানে সেই স্টুডেন্টের কোন অসুবিধা পড়তে হয় না। এসটিজি ইন্টারন্যাশনাল কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা পার্ট টাইম চাকুরী দিয়ে থাকি। জাপানে প্রায় ৩০ লক্ষ ৭৬ হাজার বিভিন্ন দেশের লোক বসবাস করে ও জাপান এস টি জি ইন্টারন্যাশনাল কলেজের ভিতরে মুসলমানদের নামাজের ব্যবস্থা রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টকিও এশিয়া এডুকেশন এর অধ্যক্ষ মেহেদী ফেরদৌস ও শাহেদ মাহমুদ সহ এশিয়া এডুকেশন স্টুডেন্ট বৃন্দ। সেমিনার-পরিশেষে প্রায় ৫০ জন স্টুডেন্টদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।