মাকসুদুল হোসেন তুষার,
রাজধানীর ডেমরা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে টকিও এশিয়া এডুকেশনের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারটি নাঈম হাসানের (Nayeem Hassan) পরিচালনায় প্রধান আলোচক ছিলেন জাপান এসটিজি (stg) ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছাছাকী সাতোশি (Sasaki Satoshi) ও জাপান এসটিজি (stg) কলেজের সহকারী অধ্যক্ষ মোরি এরিকা(Mori Erika) ছাছাকি সাতোশি বলেন জাপানের টকিওতে পাঁচটি স্কুল এন্ড কলেজ রয়েছে জাপানি স্টুডেন্ট ভিসার আবেদন করলে ৬ থেকে ৭ মাসের মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি চাকুরী সুযোগ করে দেওয়া হয় এবং সিটিজেনশিপ হওয়াটা এত কঠিন নয়। যদি এত কঠিন হতো তাহলে জাপানে ৩০ লক্ষ ৭৬ হাজার বিভিন্ন দেশের লোক বসবাস করতে পারত না। জাপানের ভিসা খুবই সহজে পাওয়া যায় । জাপানি শহর একটি নিরাপদ শহর জাপানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম ও মনমুগ্ধকর। জাপান বিশ্বের অন্যতম একটি দেশ । জাপানি ভাষা শিখে এই শহরে গেলে তাদের বসবাস করতে কোন অসুবিধা হয় না সহজেই জাপানি লোকদের সাথে মিশতে সহজ হয়। আমাদের টকিও এশিয়া যাত্রাবাড়ি নিজ কার্যালয়ে ফ্রী ভাষা শিখিয়ে দিয়ে থাকি যারা জাপানে যেতে আগ্রহ প্রকাশ করেন তারা সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন। তিনি আরো বলেন আমাদের স্কুলগুলো থেকে জাপানে যেতে চাইলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। আমাদের জাপানে গেলে বেশিরভাগ লোকদেরকে আমরা অফিসিয়াল চাকরি প্রদান করে থাকি ।এ সময় গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজের ছাত্ররা সাতোশি (Satoshi) কে প্রশ্ন করলে তারা সহজেই তাদের প্রশ্নের উত্তর দেন। এ সেমিনারে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা ,ইনচার্জ হাসানুজ্জামান , পরীক্ষা নিয়ন্ত্রক শাহনেওয়াজ সুমন , সহকারী অধ্যাপক আফসানা আক্তার , সহকারী অধ্যাপক জিয়াউর রহমান সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। সেমিনার শেষে প্রায় একশত ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮