আব্বাস আলী,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের পিতাঃ মৃত ধলামিয়া শেখের ছেলে মোঃ সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মোঃ হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮