রাকিবুল হাসান,
শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করেছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার বৈরাগী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- আফসার আলী (৬০), হৃদয় মিয়া (২৬), সেকান্দর আলী (৫৫), হারুন অর রশিদ (৪০), সামিউল ইসলাম (৩৫) ও জাহিদুল ইসলাম (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বৈরাগী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮