প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৯:৩৮ এ.এম
ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে গণ অধিকার পরিষদের আর্থিক সহায়তা প্রদান।।
আনিছ আহমেদ শেরপুর।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার -১৭ নভেম্বর- বিকেলে শেরপুর জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের আহমদ নগর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র আনোয়ার বেপারির বাড়িতে গিয়ে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শিবলু শেরপুর জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইয়্যেদ মোহাম্মদ মনিরুজ্জামান,জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম,স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা গোলাম নূর ও আশিক মাহমুদ প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদান শেষে শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি এক সাক্ষাৎকারে বলেন,গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং থাকবে। আগামীর বাংলাদেশ হবে সাধারণ জনগণের। আমরা গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে শেরপুর জেলার সকল খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
এ ধরনের উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মনোবল বৃদ্ধি এবং পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২