প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১২:৩০ পি.এম
ঝালকাঠি নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদে ৭ সংগঠনের সিদ্ধান্ত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার সাতটি সাংবাদিক সংগঠন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় নেছারাবাদের সকল পজিটিভ সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঝালকাঠি প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন সাংবাদিক সমিতি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটি ও মিডিয়া ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন। গত ২২ নভেম্বর নেছারাবাদে মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে।
ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আককাস সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোতালেব হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২