প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:৪৯ পি.এম
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া হাবিবুর রহমান হাবিল শহরের বাঁশপট্টি এলাকার মালেক মিয়ার ছেলে। ওসি মনিরুজ্জামান জানান, হাবিলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, হাবিলের বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তাকে ঝালকাঠি থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২