প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:১৭ পি.এম
ঝালকাঠি আদালতে যুবককে চাকুর কোপ, গুরুতর আহত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক যুবককে চাকু দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে আদালত ভবনের চতুর্থ তলায় রাজাপুর আমলি আদালতের এজলাস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবক জসিম মাঝিকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মানিক আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নলছিটি থানার জি আর ১৯/২৫ (নল) মামলার আসামি জসিম মাঝি ও তার তিন ভাই আদালতে হাজিরা দিতে এলে বাদী পক্ষের এমদাদুল, জহিরুল ও রফিকুল তাদের ওপর হামলা চালায়। এ সময় জসিম মাঝির নাকের উপর চাকু দিয়ে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবী ও পুলিশ সদস্যরা হামলাকারী ৩ যুবককে আটক করে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২