মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট- সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর -এনডিসি-
সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে একটি চক্র বালুর ব্যবসা করে আসছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকদিন বালু উত্তলন বন্ধ থাকলেও একটি রাজনৈতিক দলের নেতাদের প্রতিদিন ৭০ হাজার টাকা দেয়ার চুক্তিতে একই চক্র আবার বালু উত্তলন শুরু করে। এ চক্র প্রচারনা চালাতে থাকে তারা প্রশাসনকেও মাসিক চুক্তিতে ম্যানেজ করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮