বিজয় চৌধুরী,
দেশের জ্বালানি খাতকে ঘিরে বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এলপিজি সরবরাহে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জ্বালানি আমদানির সম্ভাব্য উৎস প্রসঙ্গে তিনি ভেনিজুয়েলা ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও কৌশলগত দিক বিবেচনায় নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে কমিশন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকেই নির্বাহ করা হবে।
এদিকে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে প্রায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ, বিএমইটি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সহযোগিতা করবে। বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সরকারের এসব উদ্যোগ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮