এস এম রনি, স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২,৫০০ থেকে ৩,০০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নুর আলম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীনসহ বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও কারা পুলিশের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও কারা পুলিশের সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮