প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৯:৫৪ পি.এম
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাবানয় আ: লীগের দুই নেতা আটক

পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আজ ১২ ডিসেম্বর বিকাল ৫ টায় পরিচালিত একটি বিশেষ অভিযানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল।
জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নির্দিষ্ট কারণ ও ধার্য অভিযোগ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা না হলেও, সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কিছু অভিযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছিল।
পাবনা জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ায় উভয় নেতাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত তথ্য শীঘ্রই গণমাধ্যমে দেওয়া হবে বলে জানান তিনি।
এই অভিযান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২