শাহিন ফকির।।
০৬ ডিসেম্বর শুক্রবার জুমা নামাজের পূর্বে পিরোজপুর কেদ্রীয় জামে মসজিদ সহ প্রত্যেক থানা ভিত্তিক মসজিদে পিরোজপুর জেলা পুলিশ সুপার এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে পিরোজপুর কেদ্রীয় জামে মসজিদে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এসময় পুলিশ সুপার পিরোজপুর মুসল্লিগনের উদেশ্য বলেন- পিরোজপুর জেলায় ১২ লক্ষ নাগরিক রয়েছেন- তাদের সবাই এক এক জন পুলিশ হয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবেন। ‘পুলিশই জনতা, জনতা’ই পুলিশ’ এই মূল মন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুর জেলাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন। এই ১২ লক্ষ নাগরিকই পুলিশের হাতকে শক্তিশালী করবেন এবং একটি সমৃদ্ধ পিরোজপুর গড়ে তুলতে কাজ করবেন।
মাদক- জঙ্গিবাদ- সন্ত্রাসবাদ, ইভটিজিং- বালাবিবাহ- টেন্ডারবাজি- কিশোর গ্যাং- অনলাইন জুয়া- নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যেকোনো ধরনের তথ্য আপনারা নির্ভয়ে ও নির্দ্বিধায় পুলিশ’কে অবহিত করবেন। পুলিশ সুপার তার সরকারী মোবাইল নাম্বার -০১৩২০-১৫৩১০০-সবাইকে অবহিত করেন এবং মেসেজ, whatsapp, এমনকি ফোন করেও যেকোনো সময় তথ্য প্রদান করতে পারবেন। এছাড়াও পুলিশ সুপার বলেন আমার দরজা সকল নাগরিকের জন্য উন্মুক্ত। যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ সুপারের কার্যালয়ে দেখা করতে পারবেন বলে সবাইকে জানান। সর্বশেষ তিনি একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য জনপ্রত্যাশার পিরোজপুর গড়ে তোলার ক্ষেত্রে সবার সাহায্য কামনা করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোবাহান সহ কেদ্রীয় জামে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ।