প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৬:৪৯ পি.এম
জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক কক্সবাজারের জাহাঙ্গির আলম

কক্সবাজার অফিস:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গির আলম। তিনি কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক।
একই সঙ্গে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার শিক্ষক (গার্লস গাইড) হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছেন জান্নাতুল কেয়া মুন্নী (সিএসই বিভাগ)। শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার গ্রুপ (গার্লস গাইড) নির্বাচিত হয়েছেন কক্সবাজার সিটি কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপ এবং শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার (গার্লস গাইড) নির্বাচিত হয়েছেন ডিএসআরএম সাদিয়া ওসমান সামি।
অন্যদিকে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক হিসেবে পঞ্চমবার নির্বাচিত হয়েছেন মর্জিনা আরা বেগম (অর্থনীতি বিভাগ) এবং শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ নির্বাচিত হয়েছে কক্সবাজার সিটি কলেজ রেঞ্জার গ্রুপ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়েও জাহাঙ্গির আলম তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি রোভার, গার্ল-ইন-রোভার ও রেঞ্জার ক্যাটাগরিতে কক্সবাজার সিটি কলেজের সংশ্লিষ্ট গ্রুপগুলো তাদের ধারাবাহিক সাফল্য বজায় রাখে।
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বলেন, 'জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের কলেজের শিক্ষক ও স্কাউট গ্রুপগুলোর এই সাফল্য অত্যন্ত গর্বের। জাহাঙ্গির আলমসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সুনাম দেশব্যাপি তুলে ধরেছেন। ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি স্কাউটিং ও নেতৃত্ব বিকাশে কলেজ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।'
জাহাঙ্গির আলম বলেন, 'এই স্বীকৃতি আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। রোভার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।'
তিনি এই অর্জনের পেছনে কলেজ প্রশাসন, সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২