এস এম রনি, স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, র্যাব, বিজিবি, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কোস্ট গার্ড, এনএসআই, আনসার, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ প্রায় ৮০-৯০ জন উপস্থিত ছিলেন।সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, মাদক ব্যবসা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথ ব্যবস্থাপনা ও যানজট নিরসনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মহল্লাভিত্তিক পঞ্চায়েত কমিটির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া চাষাড়া, শহীদ মিনার ও ডিআইটি সড়কসহ ব্যস্ত এলাকায় সভা-সমাবেশ না করে নিতাইগঞ্জ, জিমখানা, কেন্দ্রীয় ঈদগাহ, জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ, ওসমানী পৌর স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম ও তক্কার মাঠে সভা-সমাবেশ করার আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণের সহযোগিতা ও সঠিক তথ্য পেলে অপরাধ দমন আরও সহজ হবে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে যে কেউ হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮