মাহবুবুর রহমান শান্ত,
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে “জুলাই শহীদ সড়ক” নামকরণের দাবিতে আজ যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে মা শিশু হাসপাতাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী দাবী জানান, শহীদদের স্মৃতি রক্ষায় উক্ত সড়কটির নাম পরিবর্তন করে “জুলাই শহীদ সরণি” করা হোক। আয়োজকদের মতে, ২০২৫ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে নিহতদের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ।
আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা-৪ ও ৫ নম্বর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ। ব্যানারে শহীদদের ছবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের মুখচ্ছবিও দেখা গেছে।
একাধিক অংশগ্রহণকারী বলেন, “এই সড়ক দিয়েই হাজারো মানুষ আন্দোলনে অংশ নিতে এসেছিল। এখানে শহীদের রক্ত ঝরেছে। এ সড়কের নাম শহীদদের নামে না হলে তা হবে ইতিহাসকে অসম্মান করা।”
গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সংগৃহীত স্বাক্ষরসমূহ স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং শহীদদের স্মরণে স্থায়ী কোন উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮