মাকসুদুল হোসেন তুষার,
জুলাই বিপ্লব-২৪" বীর শহীদ ফারহান ফাইয়াজের ১ম মৃত্যু বার্ষীকি ও শহীদ ফারহান ফাইয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণর ফলক উন্মোচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৮- জুলাই) দুপুরে তারাবো পৌরসভা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) এর প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবসহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮