প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৭:৫০ পি.এম
জুলাই বিপ্লবী ওসমান হাদীর ইন্তেকালে হেফাজতে ইসলাম-এর শোকবার্তা।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবের মহাবীর শরিফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা জুমায় দেশের প্রতিটি মসজিদের মিম্বার হতে ওসমান হাদি হত্যার তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন
বিবৃতিতে তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবের মহানায়ক শরিফ ওসমান হাদি ভারতের মদদপুষ্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনওসমান হাদির ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি অশ্রুসিক্ত সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছিআমরা তার ইন্তেকালে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তারা আরো বলেন, শহীদ ওসমান হাদির বিপ্লবী চেতনা বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করিস্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ওসমান হাদির নাম বাংলাদেশের মানচিত্রে রক্তের আখরে আজীবন লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২