প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:৩১ পি.এম
জুলাই আন্দোলনের শহীদ মামুন বিপ্লব স্মরণে আশুলিয়ায় আলোচনা সভায় বিএনপি নেতার হুঁশিয়ারি
মোঃ আসিফুজ্জামান আসিফ,
নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যেসব নেতারা আওয়ামীলীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে বলেন বিএনপির নির্বাহী কমিটির সহ পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাই এলাহী কমিনিউটি সেন্টারে জুলাই আন্দোলনে শহীদ ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন বিপ্লব স্মরণে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন,পরিস্থিতির কারণে এখন অনেক কিছুই বলা যাচ্ছে না, যারা মনে করছে মামলা থেকে বেঁচে গেছি এটা ঠিক না তাদের প্রত্যেকের বিচার সময়মত করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না । বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের উপর যারা অত্যাচার হামলা মামলা করেছে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের পরে ধরে ধরে এনে মামলা দিয়ে যা যা করার দরকার তাই করবো।
অনুষ্ঠান শেষে শহীদ মামুন বিপ্লবসহ সকল শহীদদের স্মরনপ দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদ মামুন বিপ্লবের পরিবারকে আর্থিক সয়হায়তা প্রদান করা হয়।
এসম অনুষ্ঠানে এডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব,
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন ও যুগ্ন আহবায়ক বদরুল আলম সুমন সহ অন্যান্য নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২