মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় যাত্রামুড়া এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও তারাব পৌরসভার বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া । এসয়ম ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হানিফ ও স্বপন মিয়ার সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য হাজী পনির ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম, তারাবো পৌর বিএনপি যুবদলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপির নেতা আর রুহুল আমিন, ফরিদ মিয়া, আব্দুল সাত্তার, আজিজুল হক, সগীর আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮