নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে মুজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ড় রাসুলপুর জনতা বাজার মো.জামসেদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম একই ইউনিয়নের মো.ইলিয়াছের ছেলে।
স্থানীয় বাসিন্দা শিমুল জানান, মুজাহিদ সকাল বেলা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় সে হঠাৎ সে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে পুকুর ঘাটে গিয়ে পানিতে পড়ে যায়। একপর্যায়ে ১ থেকে দেড় ঘন্টা পর পরিবারের সদস্যরা পুকরে জাল মেরে তার মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮