প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৬:১২ পি.এম
জালালপুর কিন্ডারগার্টেনের জমকালো ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন।।
মোঃ ফারুক মিয়া
সিনিয়র স্টাফ রিপোর্টার -সিলেট।।
জালালপুর কিন্ডারগার্টেন কতৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের নিয়ে জমকালো ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জালালপুর জালালিয়া সিনিয়র ফাদ্বিল মাদ্রাসার হল রুমে জালালপুর কিন্ডারগার্টেন এর শিক্ষক মাহবুবুর রহমান জামি'র সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে চতুর্থ শ্রেণীর ছাত্র তাহসিন আহমদ, সভাপতিত্ব করেন বদরুল ইসলাম জয়দু । উপস্থিত ছিলেন জালালপুর কিন্ডারগার্টেন এর পরিচালক মাওলানা ইমদাদুর রহমান খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভি'র সিলেট প্রতিনিধি খালেদ মেহেদী, অধ্যাপক শামসুল হক বিন আফতাব, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শাহজালাল লতিফিয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আশিকুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মেম্বার এস এম ফাহিম, রুহুল ইসলাম তুন্না, শেখ ছাদিম, সুমন খাঁন প্রমুখ ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জালালপুর কিন্ডারগার্টেনের শিক্ষক মিজানুর রহমান মোর্শেদ, সিদ্দিকুর রহমান রায়হান ও স্বাগত বক্তব্য রাখেন জামিল আহমদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২