সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গল বার সকাল ১১ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে হতে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। জামালগঞ্জ উপজেলা জাতীয় কন্যা শিশু অ্যাভোকেসি ফোরামের আয়োজনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা কন্যাশিশু কমিটির সভাপতি বিনা রানী তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক মারজানা ইসলাম শিবনা এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। বিশেষ অতিথি জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা খানম, সহকারী শিক্ষক হাসনা হেনা, পিএফজির সদস্য আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের ম্যানেজার মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভার পর কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে ১ম মাছুমা আক্তার, ২য় বুশরা আক্তার, ৩য় লিজা আক্তার কে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। পাশাপাশি ৪০ জন শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮