শওকত আলম, কক্সবাজার:
সরকার নিবন্ধিত ‘জাতীয় সাংবাদিক সংস্থা’-এর ঈদগাঁও উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সংগঠনটির কক্সবাজার জেলা সভাপতি এমডি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ওসমান গনি ইলির যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কেন্দ্রীয় ও জেলা কমিটির অনুমোদনে ঘোষিত এ কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ও অভিজ্ঞ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নিরপেক্ষ বাংলাদেশ ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোঃ রেজাউল করিম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সমুদ্র কণ্ঠ-এর সাংবাদিক এম. শফিউল আলম আযাদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক রূপসী গ্রাম-এর প্রতিনিধি সরওয়ার সিফা।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক দৈনদিন-এর সাংবাদিক গিয়াস উদ্দিনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর সাংবাদিক মনজুর আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কক্সবাজার দর্পণ-এর সাংবাদিক রাসেদুল আমির চৌধুরী।
এছাড়াও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিককে সম্মানিত সদস্য ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই কমিটি পেশাদারিত্ব, সততা ও ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮