শওকত আলম- কক্সবাজার।।
সাংবাদিকদের আস্থা- জাতীয় সাংবাদিক সংস্থা-
এই প্রতিপাদ্য কে সামনে রেখে- জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্টাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কতৃক পেশকৃত ২১ দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ।
প্রেস ইন্সটিটিউটের মাধ্যমে দেশে সাংবাদিক প্রশিক্ষন কার্যক্রম জোরদার, দেশে ও বিদেশে সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার অগ্রাধিকার নিশ্চিত করণ- প্রেস কাউন্সিল কতৃক জাতীয় সাংবাদিক অধিকার সনদ,জাতীয় সংসদের মাধ্যমে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন সহ সাংবাদিক সংস্থার মহাসমাবেশে ২১ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
নীতি ও মর্যাদা সমুন্নত রাখতে হয় সাংবাদিক পেশার ক্ষেত্রেই। আর পেশাজীবীকে হতে হয় সৎ- আন্তরিক- পরিশ্রমী এবং পেশার প্রতি নিষ্ঠ-নিবেদিত অঙ্গীকারাবদ্ধ।
শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্ভোদন করা হয়েছে।
২৮ ডিসেম্বর-শনিবার- সকাল ১০ ঘটিকায়,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায়- ঢাকা জাতীয় প্রেসক্লাবের হলরুমেএই জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবাইদুর রহমান শাহীন।
প্রধান অতিথি বলেন- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবিধানিকতা- সেই সুত্রে সাংবাদিক গং হচ্ছে প্রথম স্তম্ব। রাষ্ট্র সংস্কারে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। সাংবাদিকরা জুলাই আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং অনেক সাংবাদিক মৃত্যু বরণ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী-
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম- ডাঃ মনির হোসেন- ব্যাংকার মনজুর হোসেন চৌধুরী- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ- বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্টাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহম্মদ কামরুল ইসলাম।