এস এম রনি, স্টাফ রিপোর্টার:
জাতীয় শ্রমিকদল, ফতুল্লা থানা শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় এ গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকদল, ফতুল্লা থানা শিল্পাঞ্চল কমিটির সভাপতি বাবুল আহমেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল হক টিটু, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সহ-সভাপতি এনামুল হক হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুনসহ শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।বক্তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮