বিজয় চৌধুরী, ঢাকা,
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস দেশের তরুণ সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর পরিধি আরও বিস্তৃত ও সক্ষম করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় “ন্যাশনাল ট্রান্সফরমেশন থ্রু বিএনসিসি” শীর্ষক উপস্থাপনার পর তিনি এ আহ্বান জানান। উপস্থাপনাটি দেন বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ।
সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ বিএনসিসির বর্তমান কাঠামো, যুব উন্নয়ন পরিকল্পনা, জনবল প্রয়োজনীয়তা, বাজেট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কার্যক্রম চলছে এবং শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এর শাখা চালু করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, “১৭ থেকে ১৮ বছর বয়সী তরুণরা মূলত বিএনসিসিতে যুক্ত হয়। ২০৩০ সালের মধ্যে আমরা ৪০ লাখ প্রশিক্ষিত ক্যাডেট গড়ে তুলতে চাই।”
প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিএনসিসির এই পরিকল্পনার প্রতি গভীর সমর্থন জানিয়ে বলেন, “বিএনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। কিন্তু আমাদের এখন গুণগত মানের দিকে মনোযোগ দিতে হবে। দক্ষ ও যোগ্য প্রশিক্ষক গড়ে তোলা জরুরি, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে এর সুফল পায়।”
তিনি আরও বলেন, “বিএনসিসি হচ্ছে আত্মসম্মান ও শৃঙ্খলার প্রতীক। এখানে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যাতে ক্যাডেটরা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পায়, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। পাশাপাশি তাদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরিও গুরুত্বপূর্ণ।”
নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনুস। “বিএনসিসি শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদেরও সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে,” তিনি বলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিএনসিসিকে আরও কার্যকর করতে হবে। আমাদের ভাবতে হবে, কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে এই স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো যায়।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিএনসিসির সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে বলেন, “বিশেষ করে জুলাই আন্দোলনের সময় বিএনসিসি সদস্যরা রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করেছিল—এটি ছিল প্রশংসনীয় উদ্যোগ। তবে যোগ্য প্রশিক্ষক নিয়োগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
সভা শেষে প্রধান উপদেষ্টা বিএনসিসির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের রূপান্তরমুখী উন্নয়ন পরিকল্পনায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতেই বিএনসিসিকে শক্তিশালী করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮