এস এম রনি, স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিয়া–এর সভাপতিত্বে “জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২৯ অক্টোবর বুধবার বিকাল ৩টা ৪০ মিনিটে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জান সরদার, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর; জনাব মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাবা ফারহানা কিবরিয়া, জেলা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা; এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মহিলা সংস্থার কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তা (প্রায় ১২০–১৩০ জন) উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন,মানুষের অসাধ্য বলে কিছু নেই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তা কাটিয়ে উঠতে হবে। কারো ওপর বোঝা না হয়ে নিজের হাত ও প্রযুক্তির ব্যবহারে শক্তিশালী হতে হবে। অনেক প্রতিবন্ধকতা আসবে, তবু মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে চেক বিতরণ করা হয়।এছাড়াও এক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ইলেকট্রিক হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮