বিজয় চৌধুরী, ঢাকা:
জাতীয় পার্টিসহ ১৪ দলকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছে জুলাই ঐক্যমঞ্চ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের কাছে ইসলামিক ফাউন্ডেশনের সামনে আয়োজিত ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
কর্মসূচি চলাকালে পুলিশি বাধার মুখে পড়লে সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য দেন জুলাই ঐক্যমঞ্চের প্রতিনিধি মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বিক্ষোভ শেষে তিনি ও সংগঠনের কয়েকজন নেতা প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
বক্তব্যে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জাতীয় পার্টির মতো দলগুলোকে ‘বাকশালী রাজনীতির ধারক’ উল্লেখ করে দাবি করেন, এ ধরনের শক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে কেউ যদি একই পথ অনুসরণের চেষ্টা করে, তবে জনগণ তা মেনে নেবে না।
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে বিতর্কিত শক্তিগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা স্পষ্ট হওয়া প্রয়োজন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচি ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা দেখা দেয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮