প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১:২৫ পি.এম
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহী নগরীতে লফসের ক্যাম্পেইন।।
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি।।
তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতাবৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতিবছর ৯ অক্টোবর পালন করা হয় জাতীয় তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক । বাংলাদেশ সরকার ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার গ্রহণ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। এর ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা- এর সহযোগিতায় ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে ৯ অক্টোবর, ২০২৪ ইং জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে -জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক -সোগানে নগরীর বরেন্দ্র কলেজের শিক্ষার্থীদেও নিয়ে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে-তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক-সম্বলিত হ্যান্ডবিল বিতরন করা হয়। কর্মসূচিতে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন- সহ-সভাপতি এ্যাড. নুসরাত মেহেজাবিন-নির্বাহী কমিটির সদস্য মোঃ সেকেন্দার হোসেন-এ্যাড. মোঃ গালিব-বরেন্দ্র কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন- প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন- প্রাগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল ও রাকিবুল ইসলাম সহ পিনাকল স্টাডি হোম এর শিক্ষিক সূপর্না ভদ্র-কামনা রাণী পালন-চন্দনা রানী- মিসেস রিমা সহ সাধরাণ জনগন অংশ গ্রহন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২