দৈনিক আজকের বাংলা ডেস্ক,
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর অস্ত্র ও সম্পর্কিত অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে — ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউরোপের কিছু শক্তিশালী দেশের প্রভাব ও দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—নিরাপতা পরিষদের তিনটি স্থায়ী সদস্য—অভিযোগ করেছে যে ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে। তবে তেহরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যই লক্ষ্য করে; তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রলোভন রাখে না।
নিষেধাজ্ঞা কার্যকর হলে এতে নিম্নলিখিত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হবে:
ইরানের সঙ্গে অস্ত্র ক্রয়-বিক্রয়ে কড়া সীমাবদ্ধতা।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা।
অনেক ইরানিকে ভ্রমণবিধি ও সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে; নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে।
এমন সকল উপকরণ ও প্রযুক্তির আমদানি নিষিদ্ধ করা সম্ভব হবে যা দেশের পরমাণু কর্মসূচিতে ব্যবহার হতে পারে।
এ ছাড়াও, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সদস্যরাষ্ট্রগুলোকে আইনি ভিত্তিতে অনুমতি দেয়া হয়েছে যে তারা নিষিদ্ধ তালিকাভুক্ত কোনো উপকরণ জব্দ ও ধ্বংস করতে পারবে। তেহরান অন্যান্য দেশে ব্যবসায়িক সম্পত্তি (আংশিক বা পূর্ণ মালিকানা) বজায় রাখার অধিকারকেও হারাতে পারে; পাশাপাশি ইউরেনিয়াম আহরণ, উৎপাদন বা পরমাণু উপকরণ ও প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমেও তার অধিকার সীমাবদ্ধ হবে।
সংক্ষেপে: নিরাপত্তা পরিষদের পুনর্বহালের ফলে ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পাবে এবং তার পারমাণবিক ও সামরিক সক্ষমতা গঠনের পথে নতুন বাধা সৃষ্টি হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮