আবু হুরায়রা, গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ের -গবি- অর্থনীতি বিভাগের আয়োজনে ‘প্রয়াত অর্থনীতিবিদ আনিসুর রহমানের জাতির আত্মনির্ভরতার প্রশ্ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -২৩ জানুয়ারি- সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশপ্রেম, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং প্রয়াত অধ্যাপক আনিসুর রহমানের চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রবন্ধ পাঠকালে অধ্যাপক মনসুর মুসা বলেন, "অধ্যাপক আনিসুর রহমান ছিলেন সমাজতান্ত্রিক চেতনার মানুষ। তিনি একাধারে কিংবদন্তি শিক্ষক- অর্থনীতিবীদ, একই সাথে একজন সমাজচিন্তক। বাংলাদেশের পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতির সংঘাত কিভাবে আমাদের অর্থ ব্যবস্থাকে দূর্বল করেছে তা তার লেখা থেকে জানা যায়। চিন্তার সংঘাত যে অর্থনীতিকে প্রবাহিত করতে পারে তা তিনি উল্লেখ করেছেন।"
রাজনীতি ও প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান খান বলেন- অধ্যাপক আনিসুর রহমান নিঃসন্দেহে বিজ্ঞ মানুষ। অহমিকা ছাড়া মানুষ ছিলেন এটা তার লেখা থেকেই বোঝা যায়। নিজের পূর্ব পুরুষদের পেশা কৃষিকাজ ছিলো এবং নিজেও একটা সময় পর্যন্ত কৃষিকাজে জড়িত ছিলেন সেসব অবলীলায় তিনি লিখে গেছেন। নিজের দূর্বলতাকেও অবলীলায় শিকার করেছেন- যা মানুষ হিসেবে খুব জরুরী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান- শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে অধ্যাপক আনিসুর রহমানের চিন্তা ও দেশের আত্মনির্ভরশীলতার বিষয়ে গভীর প্রভাব ফেলে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮