মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার যমুনা ব্যাংক কাজিরহাট শাখার আয়োজনে বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বড় কৃষ্ণনগর সরকারি কলেজ, ডুবিসায়বর জামি'আ আজিজিয়া মাদরাসা ও এতিমখানা,মানিকনগর আলহাজ্ব মোহর আলী হাফিজিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম, বড় কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. মান্নান, শাখার কর্মকর্তা নাজমুল হাসানসহ ব্যাংক কর্মকর্তা, বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে যমুনা ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, “যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শুধু বৃক্ষরোপণ নয়, বাংলাদেশে সবচেয়ে বেশি সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রম পরিচালনা করছে যমুনা ব্যাংক। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমডি স্যারের দিকনির্দেশনা ও আর্থিক সহায়তায় সারাদেশে নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এবারের কর্মসূচির অংশ হিসেবে কাজিরহাট শাখা এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করছি।”
বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এ. মান্নান বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলে। আমরা গাছগুলোর পরিচর্যা করব এবং শিক্ষার্থীদের মধ্যেও যত্ন নেওয়ার অভ্যাস তৈরি করতে চাই।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন,
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যেন তারা এই সহায়তা অব্যাহত রাখে, সেই প্রত্যাশা করছি।”
বড় কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গাছই আমাদের ভবিষ্যতের ভরসা। ব্যাংকের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনেও দায়িত্ববোধ সৃষ্টি করবে। আমরা কলেজ প্রাঙ্গণে রোপিত গাছগুলোর যথাযথ যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮