প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৮:৫৩ পি.এম
জাজিরায় প্রবাসীর পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শুক্রবার -৪ এপ্রিল- বিকাল ৫ টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলার ঘটনায় আহতরা হলেন, আঃ মান্নান সিকদার -৭০- তার স্ত্রী আম্বিয়া খাতুন -৬০- ছেলের বউ সুমি আক্তার -৪০- মেয়ে নারগিস আক্তার -৪২- নাতনী উষ্ণ আক্তার -২৩-।
স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী আঃ মান্নান সিকদারের সঙ্গে প্রতিবেশী সেলিম সিকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি।
এরই জের ধরে গত শুক্রবার বিকালে অভিযুক্ত সেলিম সিকদার তার লোকজন নিয়ে মান্নান সিকদার ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালান।
এসময় মান্নান সিকদারসহ তার স্ত্রী, ছেলের বউ, মেয়ে ও নাতনীকে কুপিয়ে গুরুতর জখম করে অভিযুক্ত সেলিম সিকদার ও তার লোকজন। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মান্নান সিকদারসহ তার স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলের বউ সুমি আক্তারকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
এ ঘটনায় আঃ মান্নান সিকদারের মেয়ে নারগিস আক্তার বাদী হয়ে জাজিরা থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৫-৭ জনে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, মৃত মোনছের সিকদারের দুই ছেলে সেলিম সিকদার -৬০- সালাম সিকদার -৬৫- সেলিম সিকদারের দুই ছেলে সাকিব সিকদার -২৫-শামিম সিকদার -২৮- মৃত শাহেদ আলী সিকদারের দুই ছেলে লিটু সিকদার -৫২- জিলু সিকদার -৫৮- জিলু সিকদারের ছেলে রহমান সিকদার -২১- ও স্ত্রী রীনা আক্তার -৫০- লিটু সিকদারের স্ত্রী রিথীলা আক্তার -৪৫- ও সেলিম সিকদারের স্ত্রী সেফালী বেগম -৫৫-।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ -ওসি-মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, সেনেরচর রামকৃষ্ণপুর এলাকায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহতের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে আমরা এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২