প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৯:২৪ এ.এম
জাজিরায় ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতি দূর করলেন চেয়ারম্যান।।
শরীয়তপুর প্রতিনিধি।।
জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেনেরচর ইউনিয়নের চেয়ারম্যান জালাল জমাদার পরিষদের সকল অনিয়ম বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন।
সেনেরচর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সুত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে ঐ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করার ক্ষেত্রে সরকারি ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। সেখানে চেয়ারম্যানের নির্দেশে একাজ করা হচ্ছিলো বলে জানানো হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান জালাল জমাদার পরিষদের উদ্যোক্তা ও অন্যান্য কর্মচারীদের অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার কঠোর নির্দেশ দেন। এছাড়াও পরিষদে প্রয়োজনের অতিরিক্ত উদ্যোক্তা অপসারণ করেন।
এ সেনেরচর ইউপিবচেয়ারম্যান জালাল জমাদার বলেন- আমি চেয়ারম্যান হয়েছি মানুষের সেবা করার জন্য। কখনোই জনগণ হয়রানি হোক এমন কিছু চাই নি। জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায় হতো সে সম্পর্কে আনার স্পষ্ট জানা ছিলো না। এ বিষয়ে আমি আমার পরিষদে উদ্যোক্তা সহ সকলকেই কঠোর নির্দেশনা দিয়েছি এবং ভবিষ্যতে আমিও সতর্ক থাকবো।
উল্লেখ্য- কিছুদিন আগে সেনেরচর ইউনিয়নে জন্মনিবন্ধনে সরকারি ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে সরেজমিনে গিয়ে তার সত্যতাও পাওয়া যায়। পরে সেটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২