প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:১৫ পি.এম
জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন।।

এম জালাল উদ্দীন,পাইকগাছা ।।
পাইকগাছায় জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা'র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব ও যুব গ্রুপের সহযোগিতায় এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএম,এ রাজ্জাক, পিন্টু চন্দ্র দাশ,মিতা রানী দাশ,মিন্টু অধিকারি ও চামেলি বেগম। বক্তারা "জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা, নিরাপদ পানি নিশ্চিত করণ ও নদী ভাঙ্গন রোধে সরকারের কাছে পর্যাপ্ত বাজেট দাবী করেন। এছাড়াও লবন পানির প্রবেশ রোধ, নদী খনন ও মিঠা পানির উৎস রক্ষা করার দাবী জানান মানববন্ধনকারীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২