প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৮:১৪ পি.এম
জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ও বাঁধ নির্মাণ কাজ চলমান

এম জালাল উদ্দীন, পাইকগাছা
পাইকগাছা পৌর সদরের জলবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের লক্ষে পাকা ড্রেনেজের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাশাপাশি ড্রেনেজের দু-ধারের বাঁধের উপর ২’শ বিভিন্ন প্রজাতির লবণ সহিঞ্চু গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা যায়, পাইকগাছা পৌর সদরের কাঁচা বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জায়গার উপর দিয়ে শুরু হয়েছে পানি নিস্কাশনের জন্য পাকা ড্রেনেজের কাজ। যার দু-ধারে নির্মিত বাঁধের উপর দিয়ে ২ শতাধিক লবণ সহিষ্ণু গাছের চারাও লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে থাকবে, কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ।
এদিকে পৌরবাসীর দীর্ঘদিনের দাবী জলাবদ্ধতা নিরসন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ। প্রতিবছর অতিবৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি ও বন্যায় পৌরসভার প্রাণ কেন্দ্র ৭ ও ৮ নং ওয়ার্ড পানিতে তলিয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়। যাতে জনভোগান্তি চরম আকার ধারণ করে। তাই জনগণের দাবীর প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ চলতি বছর ড্রেনেজ, প্যালাসাইডিং বাঁধ নির্মান ও মাটির কাজের পরিকল্পনা নেয়। যা বাস্তবায়নে গত ২০ মে কাজ শুরু হয়েছে। ১৮০ মিটার কাজের জন্য প্রাথমিক ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম জানান, ড্রেনেজ নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ২’শতাধিক গাছের চারা জনস্বার্থে লাগিয়ে দেওয়া হবে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, জলবদ্ধতার নিরসনে বর্ষার আগেই ড্রেনেজ নির্মান কাজ শেষ হলে আর জলবদ্ধতা থাকবেনা। এ জন্য দ্রুত কাজ শেষ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২