প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১১:৪৬ এ.এম
জলঢাকায় বাজার মনিটরিংয়ে চার ব্যবসায়িকে জরিমানা।।
মোঃ এহছান এলাহী
জলঢাকা প্রতিনিধি।।
জলঢাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে গঠিত বাজার মনিটরিং করে চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার -৩১ অক্টোবর- বিকেলে বাজার মনিটরিং টিম স্থানীয় বাজার পরিদর্শন করে তাদের জরিমানা করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জি আর সারোয়ার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন আহম্মেদ- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ সুমি আখতার- থানা অফিসার ইনচার্জ-তদন্ত- আব্দুর রহিম সহ সঙ্গীয় ফোর্স।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ জি আর সারোয়ার জানান- বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজন ডিম ব্যবসায়িকে দাম বেশি রাখা ও ক্রয়-বিক্রয়ের নিয়ন্ত্রণ না থাকার কারনে দুই হাজার-একজন মুরগী ব্যবসায়িকে এক হাজার ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহের কারনে একজনকে এক হাজারসহ মোট চারজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তিনি বলেন- জনস্বার্থে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২