প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১:০৬ পি.এম
জলঢাকায় চেয়ারম্যান মেম্বারদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম পূর্ণবহালের দাবীতে মানববন্ধন।।

মোঃ এহছান এলাহী
জলঢাকা প্রতিনিধি।।
অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরণের অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম জলঢাকা উপজেলা শাখা। জলঢাকা ইউনিয়ন পরিষদ ফোরামের সার্বিক আয়োজনে ১৫ই অক্টোবর মঙ্গলবার দুপুরে পৌর শহরের জিড়ো পয়েন্ড মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ব্যানার সংবলিত চেয়ারম্যান- মেম্বার ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের একটি বিক্ষোভ র্যালী জিড়ো পয়েন্ড থেকে বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এ সময় একটি লিখিত স্মারকলিপি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা বরাবর ও একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন খুটামারা ইউপি সাবেক চেয়ারম্যান রকিবুল ইসলাম- শৌলমারী ইউপি সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান- গোলমুন্ডা ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান- মীরগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি জানান- প্রত্যন্ত অঞ্চলে গণভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন- সর্বসম্মতিক্রমে মানববন্ধন কর্মসূচি পালন শেষে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা একটি লিখিত স্মারকলিপি প্রেরণ করেছি জলঢাকা উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে। আশা রাখি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় আমাদের চাওয়া পাওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২