প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৩:১৫ পি.এম
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাদক কারবারী বিউটি গ্রেফতার।।

জয়পুরহাট জেলা প্রতিনিধি।।
জয়পুরহাটের কালাই থানাধীন দেওগ্রাম এলাকা থেকে মাদকসহ বিউটি নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত মোছাঃ বিউটি খাতুন -২৮- কালাই উপজেলার দেওগ্রাম এলাকার মোঃ আব্দুর রশিদ মন্ডলের স্ত্রী।
বুধবার -০৪ সেপ্টেম্বর- দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- বিউটি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তার স্বামী রশিদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫- সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গতকাল সন্ধায় র্যাবের একটি আভিযানিক দল দেওগ্রাম এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় বিউটি কে আটক করে এবং রশিদ কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিউটি এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫- সিপিসি-৩- জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২