
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
আরেক নতুন চমক নিয়ে আসছেন নব যোগদানকৃত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জন্মনিবন্ধন সংশোধনের আবেদনের পর যেতে হবেনা উপজেলায়। ভিডিও কলেই দেয়া হবে সমাধান-হাটহাজারীর ইউএনও।
কেউ জন্মনিবন্ধন সংশোধনের আবেদন করার পর উপজেলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে সময় নষ্ট করতে হবে না। আবেদনকারী ঘরে কিংবা কর্মস্থলে বসেই ইউএনও’র সাথে ভিডিও কলে কথা বলে সমাধান করতে পারবেন। জনগণের কষ্ট এবং সময় অপচয় থেকে বাঁচাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে জটিলতা থাকলে সরাসরি দেখা করার ব্যবস্থাও থাকবে। কেউ আবেদন করলে ইউএনও অফিস থেকে ফোন করে ভিডিও কলের সময় জানিয়ে দেয়া হবে। প্রথমে জন্মনিবন্ধন সংশোধন পরবর্তীতে অন্যান্য সেবা প্রদানে এ নিয়ম চালু করার পরিকল্পনা আছে বলে জানান ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।