এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপি-নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ আসন থেকে জমিয়তের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি মোঃ মনির হোসেন কাসেমী।নারায়ণগঞ্জ-৪ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে একটি, যা ২০৭ নম্বর আসন হিসেবে পরিচিত। এটি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের ডিসেম্বর ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৩৯ জন, নারী ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামকে মোট চারটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। দলটি শুরুতে পাঁচটি আসনের দাবি জানালেও বিএনপি প্রথমে তিনটি আসনে সম্মত হয়। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যুক্ত করে মোট চারটি আসন দেওয়া হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জোটগত নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এর বিরোধিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী সমঝোতা হয়েছে। যে সব আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮