প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:৫৩ পি.এম
জমজমাট আয়োজনে সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু।।
সিনিয়র স্টাফ রিপোর্টার- সিলেট।।
দু'টি পাতা একটি কুড়ির শহর পবিত্র নগরী সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেটের মধ্যে টসে জিতে ফিল্ডিং নেন লাল দল সিলেট।
শুক্রবার -২৭ ডিসেম্বর- দুপুর ২.৩০ মিনিটের সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের -বিসিবি- সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী- সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক- সদস্য মিজানুর রহমান চৌধুরী- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এর আগে- ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দর্শকরা দল বেঁধে মাঠে ডুকছিলো।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম জানান, বেলা যত গরাবে মাঠে দর্শকদের সমাগম ততই বাড়বে। দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২