পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ২ নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদ। সীমান্ত সংলগ্ন এই কাঁচা রাস্তাটির জরুরি মেরামত কাজ তারা নিজস্ব অর্থায়নে শুরু করেছেন।
বর্ষাকালে রাস্তাটি ভয়াবহ কর্দমাক্ত হয়ে যাওয়ায় এলাকাবাসী ও বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হতো। স্থানীয়দের দাবি দীর্ঘদিনের অবহেলা এবং উন্নয়নমূলক কাজের অভাবে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছিলো।
শনিবার ৪/১০/২০২৫ ইং রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মনজু তিনি বলেন, "বাদামবাড়ী গ্রামটি বিগত সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি আমরা সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদ থেকে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় পাশে থাকবো।
সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, "সাহিত্যচর্চার পাশাপাশি মানুষের দুর্ভোঘ এর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাদামবাড়ীর এই রাস্তার কারণে কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন যে কষ্ট সহ্য করেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা আমাদের সাধ্যমতো কাজ শুরু করলাম।"
স্থানীয় বাসিন্দা মিনাল কান্তি বানাই পরিষদের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন অবহেলায় থাকার পর আজ সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণ হচ্ছে দেখে খুব ভালো লাগছে। এর ফলে এলাকার ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারা এখন আর কোনো বাধা ছাড়াই স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের পরিষদের সহ-সভাপতি কবি দুনিয়া মামুন, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, কবি বিপন্ন সাংমা, নিউজিন রিচিল,বিপন্ন সাংমা,মৃনাল কান্তি বানাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানালেও, ভবিষ্যতে ভোগান্তি এড়াতে তারা জরুরী ভিত্তিতে সরকারের কাছে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮