তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রব্বানী বলেন, জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং পাড়া-মহল্লায় গণভোটের পক্ষে ব্যাপক ক্যাম্পেইন গড়ে তুলতে হবে।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, আমাদের কিছু বন্ধু সংগঠন ক্ষমতায় যাওয়ার মোহে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে, তাহলে এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের পথ কেউ বন্ধ করতে পারবে না।
গোলাম রব্বানী আরও বলেন, জামায়াতে ইসলামী এ দেশে উড়ে এসে জুড়ে বসেনি। দীর্ঘদিন ধরে এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে। যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো দলের পক্ষে কাজ করলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ চাই। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চাই।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮