জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুমান ২৫/৩০ বছর বয়সের মুখমন্ডল রক্তাক্ত এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের নির্জন বেত ঝোপে মুখে মাস্ক, শরীরে কালো বোরকা ও সাদা পাজামা পরিহিত এক নারীর মৃতদেহ দেখতে পান স্থানীয় জনতা।
খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন জানান, অজ্ঞাত মৃতদেহটির একটি চোখ নেই। শরীরের বিভিন্ন স্থানে আচরের চিহৃ পাওয়া গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮